ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের কমান্ডারসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
বগুড়ায় আনসারুল্লাহ বাংলা টিমের কমান্ডারসহ আটক ২ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের কমান্ডারসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) ভোরে জেলা গোয়েন্দা পুলিশের এ অভিযানে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- আনসারুল্লাহ বাংলা টিমের জেলা কমান্ডার মেহেদী হাসান জিহাদ (২২) ও সহকারী কমান্ডার মোদাচ্ছির তান্ডিল (২০)।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পালসা ও কাহালু উপজেলার দেওগ্রামে অভিযান চালিয়ে এই দুইজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭৩২টি জিহাদি বই, ২টি ধারালো অস্ত্র এবং ৩টি হাসুয়া উদ্ধার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা গাজিউর।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমবিএইচ/এমএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।