ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালী বিভাগের দাবিতে নোবিপ্রবি’তে মানববন্ধন

নোবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নোয়াখালী বিভাগের দাবিতে নোবিপ্রবি’তে মানববন্ধন

নোবিপ্রবি: নোয়াখালী, ফেনী ও লহ্মীপুর জেলাকে নিয়ে স্বতন্ত্র বিভাগের দাবিতে মানববন্ধন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

রোববার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সোনাপুর-সুবর্ণচর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



এ সময় নোবিপ্রবি শিক্ষকের সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ প্রায় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এ সময় মানববন্ধনকারীরা ‘আর কোনো দাবি নাই, নোয়াখালী বিভাগ চাই’, ‘একদফা এক দাবি, নোয়াখালীতে বিভাগ চাই’ লিখিত বিভিন্ন ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।