ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (০৮ নভেম্বর) দুপুরে জেলা আইডিইবি কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।
পরে জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাহিদ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ।
বক্তারা দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের জন্য জাতীয় জীবনের সব ক্ষেত্রে দক্ষতা চর্চায় সবাইকে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
টিআই