ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় উত্তরপত্রসহ যুবলীগ সভাপতি আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
পাথরঘাটায় উত্তরপত্রসহ যুবলীগ সভাপতি আটক

পাথরঘাটা(বরগুনা): বরগুনার পাথরঘাটায় জুনিয়র সার্টিফিকেট পরীক্ষার (জেএসসি) উত্তরপত্রের ফটোকপিসহ মো. ফরিদ উদ্দিন যুবলীগের এক নেতাকে আটক করেছে পাথরঘাটা থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।

ফরিদ মিয়া উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি।

নাচনাপাড়া মানিকখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আজ জেএসসির গণিত বিষয় পরীক্ষা ছিল। পরীক্ষার শেষ দিকে হলে বেশ কয়েকজন পরীক্ষার্থীর হাতে উত্তরপত্রের ফটোকপি দেখা গেলে স্থানীয়ভাবে জানাজানি হয়। পরীক্ষার্থীদের দেওয়া তথ্য মতে, বাঁশতলা বাজারে শাহী কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের প্রোপাইটর নাচনাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. ফরিদ উদ্দিনের ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে পুলিশ।

পাথরঘাটা থানা উপপরিদর্শক (এসআই) সাইদুল বাংলানিউজকে জানান, ফরিদ মিয়াকে আটক করে পাথরঘাটা নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।