ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নতুন বাড়ি পেলেন বীরপ্রতীক সাইদুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নতুন বাড়ি পেলেন বীরপ্রতীক সাইদুর রহমান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  মহাপরিচালকের ব্যক্তিগত অর্থায়নে চুয়াডাঙ্গায় বাসিন্দা বীরপ্রতীক সুবেদার মেজর (অব.) সাইদুর রহমানকে একটি নবনির্মিত বাড়ি উপহার দেওয়া হয়েছে।

রোববার (০৮ নভেম্বর) দুপুর ১২টায় ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এস এম মনিরুজ্জামান সাইদুর রহমানের হাতে বাড়ির চাবি তুলে দেন।


    
চুয়াডাঙ্গার জাফরপুরে বিজিবি-৬ ব্যাটালিয়নের ৩ নম্বর গেটের সামনে বাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিজিবির অতিরিক্ত পরিচালক মেজর আনোয়ার জাহিদ।

এ সময় এস এম মনিরুজ্জামান বলেন, বিজিবি মহাপরিচালকের ব্যক্তিগত তহবিল থেকে সাড়ে চার লাখ টাকা খরচে বাড়িটি নির্মাণ করা হয়েছে। এতে দুটি শয়নকক্ষ, একটি রান্নাঘর ও একটি শৌচাগার রয়েছে।

অনুষ্ঠানে নতুন বাড়ি পেয়ে বিজিবি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান বীরপ্রতীক সাইদুর রহমান। মুক্তিযুদ্ধে অবদানের এটাও একটি বড় স্বীকৃতি বলে তিনি এ সময় মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।