বগুড়া: পরীক্ষা চলাকালে নকলে সহায়তা অভিযোগে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে দুই শিক্ষককে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দ্বায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যজিস্ট্রেট আনোয়ার ইমাম।
রোববার (৮ নভেম্বর) দুপুরে কেন্দ্র সচিব মো. শফি উদ্দিন বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, সকাল ১০টায় পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্রে শুরু হওয়া জেএসসি’র গণিত পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের নকলে সহায়তার অভিযোগে সহকারী শিক্ষক নুরুল উদ্দিন ও কম্পিউটার শিক্ষক শামসুলকে বহিষ্কার করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমবিএইচ/ওএইচ/জেডএস
।