ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নিরাপত্তায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া ফুটবল পর্যবেক্ষক দল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নিরাপত্তায় সন্তুষ্ট অস্ট্রেলিয়া ফুটবল পর্যবেক্ষক দল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় অস্ট্রেলিয়া ফুটবলের নিরাপত্তা পর্যবেক্ষক দল সন্তোষ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে অস্ট্রেলিয়া প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।



বাংলাদেশের সার্বিক নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন অস্ট্রেলিয়া ফুটবলের হেড অব সিকিউরিটি অফিসার মার্ক ফালিবা।

সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় আমরা বেশ সন্তুষ্ট।

এ সময় অস্ট্রেলিয়া ফুটবলের নিরাপত্তা কর্মকর্তা লিয়াম রায়ামও উপস্থিত ছিলেন।  

সম্প্রতি নিরাপত্তার অজুহাত দেখিয়ে বাংলাদেশ সফর বাতিল করে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশর নিরাপত্তা ব্যবস্থায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।
১৪ নভেম্বর অস্ট্রেলিয়া ফুটবল দল ঢাকায় আসবে বলে প্রকাশ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।