ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ভোলায় সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

ভোলা: ‘বসত বাড়িতে সবজি চাষ’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে ভোলায়।

রোববার (৮ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় উপজেলা কৃষি বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ রিয়াজ উদ্দিন এ কর্মসূচির উদ্বোধন করেন।



পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এর আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মসূচিতে শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সমন্বয়কারী মো. হুমায়ুন কবির, সহযোগী সমন্বয়কারী মো. মোশারেফ হোসেন, উপ-সহকারী কৃষি বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন পিও টেকনিক্যাল মোহাম্মদ আলী, পিও সোস্যাল (পুস্টি) আরিফুল ইসলাম ও পিও টেকনিক্যাল রাজিব হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।