ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারের পাশে জুয়ার আসর উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
কাশিমপুর কারাগারের পাশে জুয়ার আসর উচ্ছেদ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পাশে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।



আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফ উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন।
 
ইউএনও মোহাম্মদ আশরাফ উদ্দিন বাংলানিউজকে জানান, গাজীপুর জেলা প্রশাসনের নির্দেশনায় রোববার দুপুর থেকে বিকেল পর্যন্ত কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পাশে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, চেয়ার, টেবিল, মাইক ও জেনারেটরসহ বিভিন্ন আসবাবপত্র জব্দ করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে জুয়া পরিচালনাকারীরা পালিয়ে যায়।

উচ্ছেদ অভিযানে কোনাবাড়ী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল ওয়াহাব, অফিস সহকারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।

র্দীঘদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের হরিনাচালা এলাকায় কাশিমপুর কেন্দ্রীয় করাগারের পাশে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর চলছিল।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘন্টা, নভেম্বর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।