ময়মনসিংহ : প্রকাশ্যে ধূমপান করার অপরাধে ময়মনসিংহে ১৯ ধূমপায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে আলী হোসেন নামে এক ইয়াবা সেবনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম পরিচালিত আদালতে এ জরিমানা করা হয়।
বাংলানিউজকে তিনি জানান, প্রকাশ্যে ধূমপান করার দায়ে ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৪(২) ধারায় ১৯ ধূমপায়ীকে মোট এক হাজার ৮৪০ টাকা জরিমানা করা হয়।
পরে একই স্থানে আলী হোসেন নামে এক ইয়াবা সেবনকারীর পকেট থেকে দুইপিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাকেও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান আল ইমরান রুহুল ইসলাম
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমএ