ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাজিরপুরে ইভটিজিংয়ের দায়ে ২ বখাটের সাজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
নাজিরপুরে ইভটিজিংয়ের দায়ে ২ বখাটের সাজা

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় জেএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করার দায়ে দুই বখাটে যুবককে এক বছরের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার তবিবুর রহমান এ রায় দেন।



সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলার শাখারীকাঠী গ্রামের ফারুক মোল্লার ছেলে মামুন মোল্লা (১৯) ও একই গ্রামের আসলাম মোল্লার ছেলে কবির মোল্লা (১৮)।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মল্লিক বাংলানিউজকে জানান, উপজেলার গাওখালী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে জেএসসি পরীক্ষা দিতে আসা এক ছাত্রীকে (১৩) হলে আসা যাওয়ার পথে বিরক্ত করে আসছিল মামুন ও কবির মোল্লা। রোববার সকালে তাদের নেতৃত্বে কয়েক যুবক মিলে ওই ছাত্রীর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে প্রেমের প্রস্তাব দিয়ে একটি চিরকুটে তাদের মোবাইল নম্বর লিখে দিয়ে আসে। তারা আধা ঘণ্টার মধ্যে ওই মোবাইল নম্বরে ফোন করে মতামত জানানোর জন্য ওই ছাত্রীকে হুমকি দেয়। এ সময় ওই ছাত্রী কান্নাকাটি শুরু করলে কেন্দ্রের শিক্ষকরা মামুন ও কবির মোল্লাকে হাতেনাতে আটক করে পুলিশে সোর্পদ করেন।

তিনি আরও জানান, পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

বাংলাদেশ সময় : ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।