ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ব্রক্ষ্মপুত্রে নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
ব্রক্ষ্মপুত্রে নিখোঁজ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ব্রক্ষ্মপুত্র নদে নৌকা ডুবে নিখোঁজ শ্রমিক রফিকুল ইসলামের (৩৮) মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিরা।

রোববার(৮ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নে চিকিরপটল এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।



এর আগে রোববার দুপুর পৌনে ১২টার দিকে ওই এলাকায় নৌকাডুবিতে নিখোঁজ হন রফিকুল।   রফিকুল উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের ভাসাইপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয়রা জানান, ওই ইউনিয়নে বন্যা নিয়ন্ত্রণ রক্ষা প্রকল্পের সিসি ব্লক তৈরির কাজ করছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ৩০ জন শ্রমিক বালি বোঝাই নৌকা নিয়ে বাঁধে যাওয়ার সময় চিনিরপটল এলাকায় নৌকাটি ডুবে যায়।

এসময় নিখোঁজ হন রফিকুল। আহত হন তার ভাই হযরত আলী (৫০)সহ ১০ শ্রমিক। বাকিরা শ্রমিকরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকেল ৫টার দিকে বালির বস্তার নিচ থেকে রফিকুলের মৃতদেহ উদ্ধার করা হয়।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, রংপুর থেকে ডুবুরিদল তল্লাশি চালিয়ে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর রফিকুলের মৃতদেহ উদ্ধার করে।  

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।