গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় জেএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে বেলাল হোসেন (২৫) ও আশিক মিয়া (২৩) নামে দুই যুবককে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার(১৮ নভেম্বর) বিকেলে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দীন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বেলাল হোসেন ফুলছড়ি উপজেলার জামিরা গ্রামের আব্দুল হকের ছেলে ও আশিক মিয়া সাঘাটা উপজেলার খামার ধনারুহা গ্রামের কাদের বেপারীর ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন বাংলানিউজকে জানান, সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গণিত পরীক্ষা চলাকালে ওই দুই যুবক নকল সরবরাহের চেষ্টা করে। এসময় পুলিশ তাদের আটক করে। পরে বিকেলে প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি/