ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে দুই নারী মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
লালমনিরহাটে দুই নারী মাদক ব্যবসায়ী আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটে এক কেজি গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।

রোববার(৮ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা গ্রামের মৃত গাজীবুর রহমানের স্ত্রী মালা বেগম(৫০) ও একই এলাকার ফুলমতি গ্রামের মৃত বাবুল মিয়ার স্ত্রী ছামিনা বেগম (৪৫)।

বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী বাংলানিউজকে জানান, গোপন খবরের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ওই দুই নারীকে আটক করে। পরে তাদের কাছ থেকে এক কেজি ওজনের গাঁজার দুটি প্যাকেট উদ্ধার করা হয়। এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।