ময়মনসিংহ: অপরিচ্ছন্ন কারখানায় খাদ্যপণ্য তৈরি ও প্রতারণার অভিযোগে ময়মনসিংহের অভিজাত বেকারি রোম-থ্রিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (০৮ নভেম্বর) বিকেলে শহরের হরিকিশোর রায় রোডে বেকারিটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালক নির্বাহী ম্যাজেস্ট্রেট মো. আল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অপরিষ্কার-অপরিচ্ছন্ন কারখানায় রোম-থ্রির বিভিন্ন খাদ্য পণ্য প্রস্তুত করছিলেন শ্রমিকরা। এমনকি কর্মচারীদের জন্য টয়লেটের সুব্যবস্থা নেই।
আল আমিন বলেন, ‘বাইরে থেকে চানাচুর কিনে নিজেদের লেভেল ব্যবহার করে বিক্রি করে ভোক্তাদের সঙ্গে নজিরবিহীন প্রতারণা করে আসছিল রোম-থ্রি। ’
একই সঙ্গে নিজেদের ব্যবহৃত লেভেলেও উৎপাদন ও মেয়াদের তারিখ নেই। এ ধরনের প্রতারণার ঘটনা প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এমএ