ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মানিলন্ডারিংয়ের বিচার বিশেষ ট্রাইব্যুনালে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
মানিলন্ডারিংয়ের বিচার বিশেষ ট্রাইব্যুনালে

জাতীয় সংসদ ভবন থেকে: মানিলন্ডারিংয়ের বিচার করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে এ সংক্রান্ত একটি অধ্যাদেশ সংসদে উত্থাপিত হয়েছে।
 
রোববার (০৮ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের শুরুতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক অধ্যাদেশটি উত্থাপন করেন।


 
এটি মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১৫ (সংশোধন) অধ্যাদেশ নামে অভিহিত হবে।
 
অধ্যাদেশটিতে ২০১২ সালের ৫নং আইনের ধারা ৯ এর সংশোধনে বলা হয়েছে- ‘(১) অপরাধের তদন্ত ও বিচারে আপাতত অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ক্ষমতাপ্রাপ্ত এক বা একাধিক তদন্তকারী সংস্থার কর্মকর্তা বা এতদুদ্দেশ্যে সরকারের সহিত পরামর্শক্রমে গঠিত একাধিক তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ তদন্তকারী দল কর্তৃক তদন্ত করা যাইবে’।
 
‘(২) আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের অধীন অপরাধসমূহ criminal law (amendment) act, 1958 (actxl of 1958) এর section 3 এর অধীন নিযুক্ত স্পেশাল জজ কর্তৃক বিচার্য হইবে’।
 
‘(৩) অভিযুক্ত ব্যক্তি বা সত্তার সম্পত্তি অনুসন্ধান ও সনাক্তকরণের নিমিত্তে তদন্ত কর্মকর্তা এই আইনের পাশাপাশি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ৫নং আইনের প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করিতে পারিবে’।
 
‘(৪) তদন্তকারী সংস্থা এই আইনের অধীন সংঘটিত অপরাধ অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম পরিচালনার বিষয়টি বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে অবহিত করিতে পারিবে’।
 
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
এসএম/আরএম

** ‘আমাকে নিয়ে টিপ্পনী করায় মহসিন আলী রেগেছিলেন’
** দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অধ্যাদেশ সংসদে
** ২০০টি খাদ্য গুদাম ব্যবহারের অনুপযোগী
** প্রবাসে মহিলা কর্মীদের বিচ্ছিন্ন নির্যাতনের ঘটনা ঘটছে
** অষ্টম অধিবেশন চলবে ২৩ নভেম্বর পর্যন্ত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।