ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে পোশাক কারখানার ৩৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ডিস্টিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
শ্রীপুরে পোশাক কারখানার ৩৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর পৌরসভার কলেজপাড়া (বাগমারা) এলাকার জে জে ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার ৩৭ লাখ ৬৬ হাজার ২০৭ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
 
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।


 
কারখানার সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) জামিল ইবনে বাশার বাংলানিউজকে জানান, রোববার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তায় ডাচ্ বাংলা ব্যাংক থেকে ৩৭ লাখ ৬৬ হাজার ২০৭ টাকা তুলে কারখানার সহকারী ব্যবস্থাপক (হিসাব) হাসিব জোবায়ের, মানব সম্পদ কর্মকর্তা রুহুল আমীন, সহকারী হিসাব রক্ষক কৌশিক আহমেদ একটি মাইক্রোবাসে করে কারখানায় ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা ব্রিজের দক্ষিণ পাশে পৌঁছালে হঠাৎ দু’টি গাড়ি এসে মাইক্রোবাসটির গতিরোধ করে।

এ সময় সামনে থেকে তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন যুবক এসে দু’টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র নিয়ে এসে মাইক্রোবাসে হামলা চালিয়ে দ্রুত টাকা নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা মাইক্রোবাসটি ভাঙচুরও করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল ইসলাম রেজা বলেন, এ বিষয়ে তারা এখনো কোনো অভিযোগ পাননি।   
 
বাংলাদেশ সময়: ২০৫৭ ঘন্টা, নভেম্বর ০৮, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।