নাটোর: নাটোর শহরের প্রধান বাজার এলাকায় রাস্তার দুই পাশে জায়গা দখল করে গড়ে ওঠা প্রায় অর্ধশত ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
এছাড়া ১৩টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মোহাম্মদ নায়িরুজ্জামানের নেতৃত্ব অভিযানে অংশ নেয় স্থানীয় সরকার, সড়ক ও জনপথ বিভাগ কর্মকর্তারা ও পুলিশ।
সদরের ইউএনও মোহাম্মদ নায়িরুজ্জামান বাংলানিউজকে বলেন, শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর