ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘খেলাধুলা আন্তর্জাতিক বন্ধুত্বের ভিত্তিও স্থাপন করে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
‘খেলাধুলা আন্তর্জাতিক বন্ধুত্বের ভিত্তিও স্থাপন করে’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, খেলাধুলা শুধুমাত্র বিনোদন নয়, এটি আন্তর্জাতিক বন্ধুত্বের ভিত্তি স্থাপন করে।
রোববার (০৮ নভেম্বর) বিকেলে রাজশাহীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



ফজলে হোসেন বাদশা বলেন, এই টুর্নামেন্টে যে ক’টি দেশ অংশ নিচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের মধুর সম্পর্ক বিদ্যমান রয়েছে।

‘অস্ট্রেলিয়া ক্রিকেট দল আমাদের দেশে খেলতে না এলেও সে দেশের খুদে এক বন্ধু এই টুর্নামেন্টে খেলতে এসেছেন। শুধু তাই নয়, যুদ্ধ বিধ্বস্ত সিরিয়া থেকেও খেলোয়াড় এসেছেন,’ বলেন তিনি।

আলোচনা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা।  

টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান এসিএম আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র মো. নিযাম-উল-আযীম, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের পৃষ্ঠপোষক ও রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মো. শামসুদ্দীন এবং স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ প্রমুখ।  

অনুষ্ঠানে টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আককাস আলী স্বাগত বক্তব্য দেন।

অন্যদের মধ্যে কমপ্লেক্সের নির্বাহী সদস্য মাহমুদুল হক রোকন, নূর ইসলাম তুষার, সেলিম রেজা খান, একেএম মাসুদ, কামরুজ্জামান, কায়সান আহম্মেদ ও  হাসিনুল ইসলাম টিংকু প্রমুখ ‍‌উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন শিরাজী ফেরদৌস ইমন ও জান্নাতুল রাব্বি রোশনী।

এদিকে, সোমবার সকাল ৯ টা থেকে মেইন ড্র খেলা বিকেল ৫টা পর্যন্ত বিরতহীনভাবে অনুষ্ঠিত হবে।  

টুর্নামেন্টের ডিরেক্টর হিসেবে আশরাফুল হক এবং রেফারির দায়িত্ব পালন করছেন ভারতের জয় মুখার্জি।

টুর্নামেন্টে বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশ থেকে ৭৫ জন ছেলে ও মেয়ে টেনিস খেলোয়াড় অংশ নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।