ঢাকা: রাজধানীতে ট্রেনে কাটাসহ পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (০৮ নভেম্বর) রাত সোয়া ৭টা থেকে ৮টার মধ্যে এ সব দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বাংলানিউজকে জানান, রাত ৮টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একটি শিশুর (১২) মুত্যৃ হয়েছে।
অপরদিকে রাত সোয়া ৭টার দিকে গেণ্ডারিয়া ওয়াসা সংলগ্ন রেল লাইনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (২৫) মৃত্যু হয়েছে।
তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এছাড়াও রাজধানীর চকবাজারে ট্রাকের ধাক্কায় আরশেদ ব্যাপারি (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজিম বাংলানিউজকে জানান, আরশেদ চকবাজার রাজারঘাটে অবস্থিত দাদা ট্রান্সপোর্টে শ্রমিক হিসেবে কাজ করতেন।
রাত ৮টার দিকে ট্রান্সপোর্টের সামনে একটি ট্রাক থেকে পণ্য আনলোড করছিলেন আরশেদ। এ সময় অপর একটি ট্রাক এসে পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে গুরুতর আহত হন আরশেদ।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এজেডএস/আরএ