ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় খাদ্য কর্মকর্তার স্ত্রীকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
খুলনায় খাদ্য কর্মকর্তার স্ত্রীকে কুপিয়ে হত্যা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনায় শেফালী রানী বণিক(৫০)নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় সজল বণিক(২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।



রোববার(৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর নিউমার্কেট টেক্সটাইল মিল এলাকায় এ ঘটনা ঘটে। শেফালী রানী বণিক সাবেক খাদ্য কর্মকর্তা মৃত গোবিন্দ লাল বণিকের স্ত্রী।

এলাকাবাসীর ধারণা, সন্ধ্যার পর ওই বাসায় ডাকাতরা ডাকাতির উদ্দেশে ঢোকে। এ সময় শেফালী রানীকে একা পেয়ে তাকে কুপিয়ে হত্যা করে তারা। শেফালী রানীর দুই ছেলে। একজন ভারতে থাকেন। অন্যজন ঘটনার সময় বাসায় ছিলেন না।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।