ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে শেষ হলো শিল্পী দেবরাজ মিশ্র’র একক চিত্র প্রদর্শনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
খাগড়াছড়িতে শেষ হলো শিল্পী দেবরাজ মিশ্র’র একক চিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শেষ হলো শিল্পী দেবরাজ মিশ্র রাসেলের এক চিত্র প্রদর্শনী। এ উপলক্ষে বুধবার রাতে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।



খাগড়াছড়ি পৌর টাউন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী। অন্যদের মাঝে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এটি এম কাউছার হোসেন ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

১ অক্টোবর থেকে খাগড়াছড়ির পৌর টাউন হলের দ্বিতীয় তলায় ‘চর্চায় নিবদ্ধ’ শিরোনামে এই চিত্র প্রদর্শনী শুরু হয়।

সমাপনী অনুষ্ঠানে চিত্র প্রদর্শনী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ৩টি বিভাগে মোট ৯ জন বিজয়ী ছাড়াও ৩৫ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়।

চিত্র প্রদর্শনীতে শিল্পী দেবরাজ মিশ্র রাসেলের জল রঙ, তৈল চিত্র, পেনস্কেচে আঁকা মোট ৮৬টি ছবি স্থান পায়। ছবিতে গ্রাম বাংলার জীবন, প্রকৃতি, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর ঐতিহ্য তুলে ধরেন।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।