সিলেট: সিলেটের দক্ষিণ সুরমা শ্রীরামপুর-বাইপাস পয়েন্টে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে সাত বস্তা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশ। এ সময় বিস্ফোরকদ্রব্য বহনকারী বলাই মিয়া ও সিএনজিচালিক অটোরিকশা চালক তাজরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০৮ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে সিলেট-গোলাপগঞ্জ সড়কের বাইপাস পয়েন্টে থেকে এগুলো উদ্ধার করা হয়।
সিলেট মহানগরীর মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিস্ফোরক দ্রব্য উদ্ধার ও দু’জনকে আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) জেদান আল মুছা বাংলানিউজকে বলেন, আটক বলাই মিয়া উদ্ধারকৃত বিস্ফোরক দ্রব্যগুলো সিলেটের কদমতলীতে এক ব্যক্তিকে পৌঁছে দেওয়ার কথা।
তিনি বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য হাত বোমা তৈরি করতে বিস্ফোরক দ্রব্যগুলো সীমান্ত দিয়ে ভারত থেকে আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকে অভিযান চালাবে পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এনইউ/এসএইচ