ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মা-মেয়ে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
নাইক্ষ্যংছড়িতে ইয়াবাসহ মা-মেয়ে আটক

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মা-মেয়েকে আটক করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মহাজনঘোনা এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন- নুরুচ্ছফা বেগম (৪৫) এবং তার মেয়ে আরিফা আক্তার (১৫)। তারা ওই এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর স্ত্রী ও কন্যা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানার উপ পরিদর্শক (এসআই) সোলতান উদ্দীন আহসানসহ বিজিবি ও পুলিশের একটি যৌথ দল উপজেলার মহাজনঘোনা এলাকায় অভিযান চালায়। এসময় আটকদের কাছ থেকে ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।