ঢাকা: সাধনার নান্দনিক তত্ত্বে কবিতা হয়ে উঠুক শিল্পিত- এই স্লোগানে বর্তমান প্রজন্মের জনপ্রিয় কবি হাসিদা মুন’র একক কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
গত ০৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার হলে এটি অনুষ্ঠিত হয়।
অনুশীলন সাহিত্য পরিষদ আয়োজিত ও কবি এবিএম সোহেল রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কবিতা সন্ধ্যায় হাসিদা মুন দুই পর্বে ১০টি স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি ড. সৈয়দ রনো। এছাড়া অনুষ্ঠানে অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কবি জাকির আবু জাফর, আসলাম সানী, কবি ফাহিম ফিরোজসহ বেশ কয়েকজন নবীণ ও প্রবীণ কবি তাদের কবিতা পাঠ করেন।
হল ভর্তি দর্শক শ্রোতা এ কবিতা সন্ধ্যা উপভোগ করেন।
বাংলাদেশ সময়: ০২১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
জেপি/এসএইচ