ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘অনগার্ডে’ থেকেই তল্লাশি করছে পুলিশ

নুরুল আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
‘অনগার্ডে’ থেকেই তল্লাশি করছে পুলিশ ছবি: শাকিল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  দু’সপ্তাহের ব্যবধানে পৃথক স্থানে চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের হামলায় দু’জন পুলিশ সদস্য নিহতের পর তল্লাশির সময় বাড়তি সর্তকতা অবলম্বন করতে দেখা গেছে।
 
পুলিশ সদর দফতের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে আরেক দফা নির্দেশনার পর নিয়ম মেনে ‘অনগার্ডে’ থেকে তল্লাশি করছেন রাজধানীর বিভিন্ন চেকপোস্টে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।


 
রোববার রাতে রাজধানীর গাবতলী, মিরপুর, শেরে-বাংলা নগর, ফার্মগেট ও গুলশান এলাকার চেকপোস্ট ঘুরে এ চিত্র দেখা গেছে।
 
গাবতলীর চেকপোস্টে গিয়ে দেখা গেছে, ‘অনগার্ডে’ থেকে দায়িত্ব পালন করছেন চেকপোস্টের দায়িত্বরত পাঁচ পুলিশ কনস্টেবল। একজন তল্লাশির করছেন, আর তারপাশে বন্দুকহাতে দাঁড়িয়ে রয়েছে দু’জন পুলিশ সদস্য। বাকি দু’জন নজর রাখছেন তাদের উপর।

ওই চেকপোস্টের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ইসমাইল হোসেন জানান, গাবতলী ও আশুলিয়ায় চেকপোস্টে পুলিশের উপর হামলার পর দু’দফা সর্তক করা হয়েছে। তল্লাশির সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
 
তিনি বলেন, নির্দেশনানুযায়ী ‘অনগার্ডে’ থেকেই তল্লাশি চালাচ্ছে সবাই।
 
নাম প্রকাশ না করার শর্তে গুলশান এলাকার চেকপোস্টের দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য বাংলানিউজকে জানান, টানা ১৬ থেকে ১৮ ঘণ্টা দায়িত্ব পালন করতে হয়। যে কারণে অনেককিছুই নিয়ম মেনে করা সম্ভব হয়না। তবে সম্প্রতি পুলিশের উপর হামলার পর অনেক সর্তক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন বলেও জানান এই পুলিশ সদস্য।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজধানীর চেকপোস্টগুলোতে দায়িত্ব পালন করেন মিরপুর পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) সদস্যরা। সংশ্লিষ্ট এলাকার থানা পুলিশের সঙ্গে সমন্বয় করে চেকপোস্টে দায়িত্ব পালন করেন এসব পুলিশ সদস্যরা।
 
এরআগে ২২ অক্টোবর রাতে রাজধানীর গাবতলীর চেকপোস্টে পাশে তল্লাশির সময় ছুরিকাঘাতে নিহত হন দারুস সালাম থানার অতিরিক্ত উপ-পরির্দশক (এএসআই) ইব্রাহিম মিয়া। এরপর পুলিশ সদর দফতর তল্লাশির সময় অতিরিক্ত সর্তকতা অবলম্বনের নির্দেশনা দেয়। এরমধ্যেই ৪ নভেম্বর আশুলিয়ায় হামলার নিহত হন শিল্প পুলিশের কনেস্টবল মকুল হোসেন।
 
এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, চেকপোস্টে দায়িত্বপালন কালে বেশকিছু নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। এসব নির্দেশনা যথাযথভাবে মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা মানছেন কি না সেটাও তদারকি করে দেখা হচ্ছে।
 
বাংলাদেশ সময়: ০৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এনএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।