যশোর: যশোরে স্বর্ণ চোরাচালান মামলায় পাঁচ ভারতীয় নাগরিককে ৩ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত।
রোববার (০৯ নভেম্বর) বিকেলে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আলমাস হোসেন মৃধা এ রায় দেন।
যশোর আদালত পুলিশের পরিদর্শক রেজাউল হোসেন রাতে বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, ওই ভারতীয় নাগরিকদের তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়াও গ্রেফতার হওয়ার সময় তাদের কাছ থেকে উদ্ধার হওয়া চার কেজি চারশ’ গ্রাম স্বর্ণ (৩৬টি বার যার দাম প্রায় দুই কোটি ২০ লাখ টাকা) বাংলাদেশ সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেন আদালত।
দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন, ভারতের নাগপুর সিটির শান্তিনগর নাইকোসির বাসিন্দা চাঁদলাল বাজাজের ছেলে বিজয় কুমার, নাগপুর জীরাপটকা হুদকো কলোনীর অশোক অধনীর ছেলে কামাল, নিউ কোয়াটারের গোলাবমাল ক্ষত্রীয়ের ছেলে রাম কুমার গোলাবমাল, কাছিকলি অলোকার সিন্দী ক্যাম্পের বাসিন্দা অশোক রাধারাম মালানীর ছেলে রহিত অশোক ও আহমেদাবাদ ভিননাক পাকের বাসিন্দা রাকেশ লক্ষণ।
আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৪ সালের ২২ জুন যশোর-বেনাপোল সড়কের আকিজ ফিলিং স্টেশনের সামনে বিআরটিসির একটি বাসে তল্লাশি করে ৫ ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি সদস্যরা। পরে তাদের মলদ্বারের ভেতর থেকে উদ্ধার করা হয় চার কেজি চারশ’ গ্রাম স্বর্ণ।
ওই সময় আটককৃতরা বিজিবিকে জানিয়েছিলেন, দুবাই থেকে তারা একটি ফ্লাইটে ঢাকা আসেন। এরপর যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু সীমান্ত পার হতে ব্যর্থ হয়ে তারা আবারো যশোরের দিকে ফিরে আসার সময় তারা আটক হন। এ ঘটনার পরদিন ২৩ জুন বিজিবি বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি মামলা করে।
বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএইচ