যশোর: যশোরের কেশবপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন।
রোববার (০৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কেশবপুর-চুকনগর সড়কের গোলাঘাটা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, কেশবপুর-চুকনগর সড়কের গোলাঘাটা মাদ্রাসার সামনে যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন। আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন- কেশবপুরের আলতাপোল গ্রামের আব্দুল মালেক (৫০), মূলগ্রামের মশিয়ার রহমান (৫৫), মাগুরাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদ (২৫), খুলনার ডুমুরিয়া উপজেলার বাদুড়িয়া গ্রামের হাবিবুর রহমান (২৫) ও রহমত আলী (৫৫), নূরনিয়া গ্রামের হায়দার আলী (৪০), শাহাপুর গ্রামের সাগর (২০), সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর গ্রামের আমিন উদ্দীন (৪০) ও সিরাজগঞ্জের আলহাজ হোসেন (২০)।
আহতদের মধ্যে অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
বাংলাদেশ সময়: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি