সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গায় বাস-ট্রাক সংঘর্ষে ট্রাক চালক নিহত ও বাস চালকসহ অন্ততঃ ৫ যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে সলঙ্গা থানার চড়িয়াশিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফলবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালক সাগর মারা যান।
এ সময় বাস চালকসহ অন্ততঃ ৫ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি