ঢাকা: নিম্নতম পদের সরকারি কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দে শর্ত সুনির্দিষ্ট না করায় ঊর্ধ্বতনদের আবেদন এবং বরাদ্দ নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর ফলে ফ্ল্যাট বরাদ্দের সেই তালিকা ওয়েবসাইট থেকে সরিয়ে নিয়েছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ।
সরকারি কর্মকর্তাদের জন্য ১২৫০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য আবেদনকারী শত শত কর্মকর্তার ক্ষোভের মুখে গৃহায়ন কর্তৃপক্ষ বলছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে ফ্ল্যাট বরাদ্দ করা হয়েছে। নিম্নতম পদের কর্মকর্তা বরাদ্দ না পেলে তাদের করার কিছু নেই।
স্ব-অর্থায়নে বাস্তবায়নাধীন ‘ঢাকাস্থ লালমাটিয়া নিউকলোনিতে সরকারি কর্মকর্তাদের জন্য ১৩২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পের আওতায় ১৫০০ বর্গফুটের ৭৮টি ও ১২৫০ বর্গফুটের ৫৪টি ফ্ল্যাট বরাদ্দের জন্য ৭ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশ করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। আবেদনের সময় ছিল ৩১ আগস্ট।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য যুগ্ম-সচিব/সম পদমর্যাদার কর্মকর্তা এবং তদুর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তারা আবেদন করতে পারবেন।
আর ১২৫০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য জাতীয় বেতন স্কেলের নবম গ্রেড থেকে তদুর্ধ্ব স্কেলের যে কোনো সরকারি কর্মকর্তার আবেদনের সুযোগ রাখা হয়।
গত ২৬ আগস্ট কর্তৃপক্ষের ঢাকা ডিভিশনের নির্বাহী প্রকৌশলী নাছিম খান স্বাক্ষরিত সংশোধনী প্রসপেক্টাসে ১৫০০ বর্গফুটের আয়তনের ফ্ল্যাটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে কর্মরত উপসচিব/সমপদর্যাদা সম্পন্ন সরকারি কর্মকর্তাদের এ ক্যাটাগরিতে আবেদনের সুযোগ দেয়া হয়।
গৃহায়ন কর্তৃপক্ষ জানায়, ১২৫০ বর্গফুটের ৫৪টি ফ্ল্যাটের বিপরীতে আবেদন পড়ে ৭১৯টি। আর ১৫০০ বর্গফুটের ৭৮টি ফ্ল্যাটের বিপরীতে আবেদন পড়েছিল ২৮৩টি। পাঁচজন করে কর্মকর্তার সই দিয়ে গত ৭ অক্টোবর আবেদনের দু’টি তালিকা প্রকাশ করা হয়।
২৫ অক্টোবর গৃহায়ন কর্তৃপক্ষের সচিব মো. শাহনেওয়াজ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৫০০ বর্গফুটের জন্য সাধারণ কোটায় ৬৩ জন ও ১২৫০ বর্গফুটের জন্য সাধারণ কোটায় ৪২ জন স্থান পান।
এতে বলা হয়, আবেদনপত্র যাচাই বাছাই করে তালিকা প্রকাশ করা হলো। তাদের নামে সাময়িক বরাদ্দপত্র জারি করা হবে। ১০ নভেম্বরের মধ্যে ৩০০ টাকার ননজুডিশিয়াল স্ট্যাম্পে হলফনামা পাঠাতে বলা হয়েছিল।
১২৫০ বর্গফুট ফ্ল্যাটের জন্য আবেদনকারী একাধিক কর্মকর্তা বলেন, ১২৫০ বর্গফুট ফ্ল্যাটের জন্য সাধারণ কোটায় ৪২ জনের মধ্যে নবম গ্রেডে একজনকেও বরাদ্দ দেওয়া হয়নি। আর উপসচিব পদমর্যাদায় মাত্র ৬ জনকে বরাদ্দ দেয়া হয়। এ তালিকার মধ্যে একজন বিচারকসহ ২ জন সচিব, একাধিক অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব স্থান পায়।
অথচ আবেদনের শর্তানুযায়ী, সরকারি চাকরিতে প্রবেশ পদ থেকে শুরু করে যুগ্ম-সচিব পর্যন্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ১২৫০ বর্গফুটের ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার কথা।
এ নিয়ে তীব্র ক্ষোভের মধ্যে ওয়েবসাইট থেকে তালিকা সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
আবেদনের সময় প্রসপেক্টাস বাবদ এক হাজার টাকা (অফেরতযোগ্য) এবং ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ২ লাখ ও ১২৫০ বর্গফুটের জন্য ১ লাখ ৫০ হাজার টাকা জামানত (ফেরতযোগ্য) হিসাবে জমা দিতে হয়েছে।
আবেদন করেও বরাদ্দ না পেয়ে ক্ষুব্ধ একাধিক কর্মকর্তা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নির্ধারিত থাকলেও নিম্নতম কর্মকর্তাদের বরাদ্দে ভাগ বসানো দুঃখজনক। ফ্ল্যাট বরাদ্দে ঊর্ধ্বতন ও নিম্নতম কর্মকর্তাদের শর্ত স্পষ্ট করার দাবি তোলেন তারা।
নবম গ্রেডের কর্মকর্তাদের তালিকায় নাম না থাকার বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, ১৫০০ বর্গফুটে পাবেন না বলে হয়তো ঊর্ধ্বতন কর্মকর্তারা ১২৫০ বর্গফুটের জন্য আবেদন করেছিলেন। আবেদনেও কোন বাধা নেই। অর্থনৈতিক সামর্থ অনুযায়ী আবেদন করেছেন।
চাকরিকাল, জ্যেষ্ঠতা অনুযায়ী নম্বরের ভিত্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেয়া হয়েছে। তালিকা ওয়েবসাইটে থাকার কথা বলে জানান চেয়ারম্যান।
তবে ওয়েবসাইটে আর সেই তালিকা পাওয়া যায়নি।
পরবর্তীতে ১৫০০ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ৮১ লাখ এবং ১২৫০ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ৬৭ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের কথা। শর্ত সাপেক্ষে নগদ বা কিস্তিতে এই অর্থ নেবে গৃহায়ন কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমআইএইচ/জেডএম