মুন্সীগঞ্জ: পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় বাসচাপায় জেএসসি পরীক্ষার্থীসহ দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার কুচিয়ামোড়া এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেএসসি পরীক্ষার্থী রিফাত ও রিকশাচালক আইনুদ্দিন। রিফাত সিরাজদিখানের রাজানগর উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
ঘটনার পর থেকে স্থানীয় জনতা ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে রেখেছে। সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
স্থানীয়রা জানায়, স্কুলছাত্র রিফাতের মামা জিসান তাকে নিয়ে সিরাজদিখানের নিমতলা থেকে রিকশায় করে কুচিয়ামোড়ায় জেএসসি পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে মাওয়াগামী একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দিলে রিফাত ঘটনাস্থলেই মারা যায়। এ সময় জিসান ও রিকশাচালক আইনুদ্দিন গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা ১১টার দিকে রিকশাচালক আইনুদ্দিন মারা যান। পরে, আহত জিসানকে ঢাকায় পাঠানো হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমজেড