বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ টুটুল (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সদস্যরা।
সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
টুটুল বেনাপোল পোর্টথানার পাটবাড়ি গ্রামের শাহাজানের ছেলে।
বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার জালাল উদ্দিন জানান, সাদিপুর গ্রামে নিয়মিত টহলের সময় ওই যুবককে তল্লাশি করা হলে তার কাছে থাকা একটি বস্তার ভেতর থেকে ৪৪ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরবর্তীতে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এটি