গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মিরজান বিবি (৬০) নামে এক বৃদ্ধ নারী নিহত হয়েছেন।
সোমবার (০৯ নভেম্বর) সকাল ৯টার দিকে টঙ্গী কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরজান নারায়নগঞ্জের মো. মোন্তাজ উদ্দিনের স্ত্রী। তিনি টঙ্গী হোসেন মার্কেট এলাকায় পিঠা বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে টঙ্গী কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে ঘটনাস্থাল থেকে পুলিশ নিহত মিরজানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালককে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১২২২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএস/আরএইচএস/টিআই