ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
চুয়াডাঙ্গায় নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে লাভলী খাতুন (২৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার(৯ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাভলী খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার মসজিদ পাড়ার ডাভলু মণ্ডলের মেয়ে।

এলাকাবাসী জানান, লাভলী খাতুন ও তার স্বামী রেজাউল করিম বেশ কিছুদিন ধরে শহরতলীর দৌলতদিয়াড় গ্রামে ভাড়া বাড়িতে বসবাস করে আসছিলেন। ভোরে গোসল করার জন্য নদী ঘাটে যায় লাভলী। এরপর দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুজি শুরু হয়। পরে নদীর ঘাট থেকে তার বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু হয়েছে। প্রকৃত ঘটনা জানতে লাশের ময়নাতদন্ত করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।