ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে মাদকদ্রব্যসহ আটক ১

ডিক্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
ঝিনাইদহে মাদকদ্রব্যসহ আটক ১ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের কলার হাট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৬৫ পিস ইয়াবাসহ ইমরান হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার (৯ নভেম্বর) মধ্য রাতে অভিযান চালিয়ে তার বাসা থেকে ইমরানকে আটক কর হয়।



ইমরান শহরের আরাফপুর শেখপাড়ার শামসুল হকের ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর অধিনায়ক মেজর সুরুজ মিয়া এ প্রসঙ্গে জানান, ইমরান দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার ভাড়া বাসায় অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৬৫ পিস ইয়াবা জব্দ কর‍া হয়েছে।

এ ঘটনায় তার নামে একটি মামলা হয়েছে, জানান সুরুজ মিয়া।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।