ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
রাজশাহীতে বাসচাপায় অটোরিকশা যাত্রী নিহত

রাজশাহী: রাজশাহী মহানগরীর অদূরে শাহ মখদুম বিমানবন্দর এলাকায় হাবিব পেট্রোল পাম্পের সামনে বাসের চাপায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত পাঁচজন।



সোমবার (০৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তার নাম জানা যায়নি। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
মহানগরীর শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বাংলানিউজকে জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা মহানগরী থেকে নওহাটার দিকে যাচ্ছিল। এ সময় রাজশাহীগামী একটি বাস বিমানবন্দরের সামনে হাবিব পেট্রোল পাম্পের কাছে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।