ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পৌরসভা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
পৌরসভা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন

ঢাকা: দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য তৈরি করা আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভায়।
 
সোমবার (০৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বৈঠকের পর  মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থিতা যুক্ত করে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন’২০১৫ এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
 
গত ১২ অক্টোবর দলীয় পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচন করার লক্ষ্যে স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ওইদিনই খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করার বিষয়টিও অনুমোদন দেয় মন্ত্রিসভা। গত ২ নভেম্বর মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া আইনের খসড়াটি অধ্যাদেশ আকারে জারি করেন রাষ্ট্রপতি।  

বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব বলেন, মন্ত্রিসভায় স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি যে অধ্যাদেশ হয়েছে, মূলত সেটি আইন আকারে পাস করার জন্য অনুমোদন দেওয়া হয়।

এ আইন সংশোধনের মাধ্যমে দলীয়ভাবে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

** ফের পেছালো জিটুজি প্লাসে মালয়েশিয়ায় শ্রমিক রফতানি

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএমএ/বিএস/এএসআর



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।