পাবনা: পাবনা সদর উপজেলার দোগাছী গ্রামে ১০ মাসের শিশুপুত্র জুবায়েরকে গলা টিপে হত্যার পর আত্মহত্যা করেছেন গর্ভধারিণী মা পলি খাতুন (২০)।
সোমবার (০৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত পলি খাতুন সদর উপজেলার দোগাছী পশ্চিপাড়া বাঁশবাজার গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বাংলানিউজকে জানান, সকাল ৯টার দিকে স্বামী জালাল মাঠ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে খাবার দেওয়ার জন্য ডাকাডাকি করতে থাকেন।
কিন্তু কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে স্ত্রী ও ছেলের মৃতদেহ দেখতে পান তিনি। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়।
কি কারণে সন্তানকে হত্যার পর পলি নিজে আত্মহত্যা করেছেন সে সম্পকে কিছু জানা যায়নি বলে ওসি জানান।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআর