মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা এলাকায় থ্রি হুইলারের ধাক্কায় ফরিদা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রাজ্জাক মণ্ডল জানান, তার স্ত্রী সকালে বাড়ি থেকে কানুটিয়া বাজারে যাচ্ছিলেন। পথে সুন্দরপুর জামে মসজিদের কাছে পেছন থেকে একটি থ্রি হুইলার (স্থানীয়ভাবে গ্রামবাংলা বলা হয়) তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দুর্ঘটনার পর পর থ্রি হুইলারটি ফেলে চালক পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা চলছে বলে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজুল ইসলাম জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসআই