ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

১৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ৫০ জেলে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
১৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ৫০ জেলে

পাথরঘাটা(বরগুনা): বঙ্গোপসাগরের সুন্দরবন সংলগ্ন এলাকা থেকে অপহরণের শিকার ৫০ জেলে ও ৫টি ট্রলার গত ১৫ দিনেও উদ্ধার হয়নি। অপহৃত ৫০ জেলের জীবন নিয়ে শঙ্কার মধ্যে পড়েছে স্বজন ও ট্রলার মালিকরা।

জেলেদের মুক্তির জন্য জনপ্রতি ৩ লাখ ও ট্রলার প্রতি ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।

চলতি বছরের ২২ ও ২৩ অক্টোবর মাস্টার বাহিনীর পরিচয়ে সুন্দরবন কেন্দ্রিক সশস্ত্র দস্যুরা অস্ত্রের মুখে জিম্মি করে এসব জেলে ও মাছ ধরা ট্রলার অপহরণ করে সুন্দরবনের গহীনে নিয়ে যায়। অপহৃত জেলেদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- ইব্রাহিম, শাহজাহান, জাফর, খোকন, হারেচ, মালেক, হাচান মোল্লা, সিদ্দিক মৃধা, আনোয়ার খা, শাহিন, সানু, মোজাম্মেল, নজরুল, রফিজুল, সুমন, শহিদুল, জাকির, আব্বাস, খালেক, আনোয়ার, এমাদুল ও কলিম।

ছিনিয়ে নেওয়া ৫ ট্রলারের মধ্যে তিনটি হলো- এফবি রিয়াজ উদ্দিন, এফবি মুন্না ও এফবি শাহজাহান। এসব অপহৃত জেলে ও ট্রলার মালিকদের বাড়ি পাথরঘাটা, বরগুনা সদর, মহিপুর ও শরণখোলা এলাকায়।

বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মন্নান মাঝি বাংলানিউজকে বলেন, অপহরণের পর দীর্ঘদিন অতিবাহিত হলেও জেলেদের উদ্ধার করতে পারেনি প্রশাসন। দস্যু কানা কাদের ওরফে কাদের মাস্টার ওরফে মাস্টার বাহিনী পরিচয়ে ০১৭০৯৭৪৭৪৪৯ ও ০১৭০৯৭৪৭৪৪৫ নম্বর দুটি দিয়ে অপহরণের পর থেকে প্রতিনিয়ত জলদস্যুরা কল করে ট্রলার মালিকদের কাছে মুক্তিপণের টাকা দাবি করছে। টাকা না দিলে অপহৃত জেলেদের হত্যার হুমকি দিচ্ছে।

এদিকে, বঙ্গোপসাগরে জলদস্যুদের হাত থেকে মুক্তির জন্য এবং সম্প্রতি অপহৃত জেলে ও ট্রলার উদ্ধারের দাবিতে মঙ্গলবার(১০ নভেম্বর) সকালে বরগুনা জেলায় জেলে সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেছে জেলা ট্রলার মালিক ও শ্রমিক ইউনিয়ন সমিতি। সমাবেশে কয়েক হাজার জেলে, ট্রলার মালিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত থাকার কথা রয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা আজ বাংলানিউজকে বলেন, ‘দস্যু মুক্ত সাগর চাই, নির্বিঘ্নে মাছ ধরতে চাই’ এ স্লোগান নিয়েই আমরা বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশ করার ঘোষণা দিয়েছি।

তিনি আরও বলেন, আগে দস্যুরা জেলেদের অপহরণের পর সুন্দরবনের কাছাকাছি থাকলেও অপহৃত এসব জেলেদের সুন্দরবন হয়ে ভারতে সীমানার কাছাকাছি অবস্থান করছে।

এ বিষয় র‌্যাব-৮এর উপঅধিনায়ক মেজর মো. হাসিব বাংলানিউজকে বলেন, সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে র‌্যাব সদস্যরা অবস্থান করছেন। জেলেদের উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। আমাদের অভিযানের কারণে ইদানিং দস্যুরা জেলেদের অপহরণ করে সুন্দরবন হয়ে বাংলাদেশি জলসীমানা অতিক্রম করায় কিছুটা সমস্যা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।