ঢাকা: নারায়ণগঞ্জ থেকে অপহৃত নববধূ সুবর্ণাকে (১৭) গাজীপুর থেকে উদ্ধার করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব-১১)। এ সময় তিন অপহরণকারীকে আটক করা হয়।
রোববার (০৮ নভেম্বর) দিবাগত রাতভর গাজীপুর ও নরসিংদী এলাকায় অভিযান চালিয়ে সকালে গাজীপুরের মীরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোফাজ্জল হোসেন (১৮) রুবেল (২২) ও সুজন (২৩)।
এছাড়া উদ্ধারের সময় নববধূর সঙ্গে থাকা বিয়ের তিন ভরি সোনার গহনা ও নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
শনিবার (০৭ নভেম্বর) নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ি থেকে বরের বাড়ি যাওয়ার সময় নববধূকে অপহরণ করা হয়।
ৠাব-১১ এর স্কোক কমান্ডার এসপি আলমগীর হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, কনের ভাইকে দিয়ে অপহরণকারীদের সঙ্গে মোবাইলে আলাপ করানোর পর তাদের অবস্থান আমরা জানতে পারি। পরে অপহরণকারীদের গাজীপুরের মীরপাড়া এলাকা থেকে নববধূসহ তিন অপহরণকারীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আড়াই হাজার থানায় একটি মামলা ছিলো। পরে তাদের নারায়ণগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসজেএ/বিএস