ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভুয়া বন্ধকে ২১ কোটি টাকা ঋণ

জনতার ডিজিএম দিদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
জনতার ডিজিএম দিদারের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

ঢাকা: জালিয়াতির মাধ্যমে ঋণ দেওয়ার অভিযোগে জনতা ব্যাংক চট্টগ্রাম লালদীঘি ইস্ট করপোরেট শাখার উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. দিদারুল আলম চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
দুদকে পেশ হওয়া অভিযোগে বলা হয়েছে, বন্ধকের ভুয়া কাগজপত্রের মাধ্যমে চট্টগ্রামের তিন প্রতিষ্ঠানকে ২১ কোটি টাকা ঋণ দিয়েছেন তিনি।



বিনিময়ে অবৈধ সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে আনা ৮৪ পৃষ্ঠার অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
 
সোমবার (৯ নভেম্বর) দুদকের দায়িত্বশীল সূত্র বাংলানিউজকে জানায়, অভিযোগ খতিয়ে দেখতে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর নথিপত্র তলব করে সম্প্রতি চিঠি পাঠানো হয়েছে। উপপরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা অভিযোগটি অনুসন্ধান করছেন।
 
অভিযোগে উল্লেখ করা হয়েছে, জনতা ব্যাংকের ডিজিএম মো. দিদারুল আলম চৌধুরী চট্টগ্রাম লালদীঘি ইস্ট করপোরেট শাখা থেকে বন্ধকের ভুয়া কাগজপত্রের বিপরীতে চট্টগ্রামের মেসার্স জিলানী টি হাউস লিমিটেড, মেসার্স জিলানী ফ্যাশন ওয়ার্স লিমিটেড ও মেসার্স জিলানী পেডিং লিমিটেডকে প্রায় ২১ কোটি টাকা ঋণ দিয়েছেন। ঋণ দেওয়ার বিনিময়ে তিনি একটি ফ্ল্যাট এবং আর্থিক সুবিধা নিয়েছেন। ৮৪ পৃষ্ঠার এ অভিযোগের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
 
বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এডিএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।