ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: ওরিয়েন্টেশন ক্লাসের মধ্য দিয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে  (রাবিপ্রবি) পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
 
সোমবার (৯ নভেম্বর) সকালে শহরের শাহ উচ্চ বিদ্যালয়ের একটি ভবনে অস্থায়ীভাবে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম।

 
 
ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ‍উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটির জেলা প্রশাসক সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, সেনাবাহিনীর জোন কমান্ডার লে. কর্নেল সামস প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস শুরু হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে  বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়মিত করার দাবি জানান।  
 
এ সময় জেলা প্রশাসক সামসুল আরেফিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন।  
 
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।