ঢাকা: মামলা দ্রুত নিষ্পত্তিতে দায়িত্ব পালনকারী বিচারকদের আলাদা কিছু সুযোগ-সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক।
সোমবার (০৯ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শিশু অধিকার ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, গতকাল (রোববার) দুই শিশু হত্যা মামলার রায় হয়েছে। দেশের বিচার ব্যবস্থায় যা মাইলফলক। বিচারকার্য দ্রুত নিষ্পত্তি করতে যারা দেশে বিচার ব্যবস্থার সঙ্গে জড়িত আছেন, তাদের কিছু সুযোগ-সুবিধা দেওয়া উচিত।
সরকার অনেক ক্ষেত্রে ভালো পদক্ষেপ নিলেও বিভিন্ন কারণে সেগুলো বাস্তবায়ন হয় না বলে এ সময় মন্তব্য করেন তিনি।
বাল্যবিবাহের কুফল নিয়ে রিয়াজুল হক বলেন, যে বয়সে তাদের খেলাধুলা ও স্কুলে যাওয়ার কথা, সে বয়সে তাদের বিয়ে দেওয়াটা চরম মানবাধিকার লঙ্ঘন।
এ সময় তিনি বাল্যবিবাহ বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবিও জানান।
অনুষ্ঠানে শিশু অধিকার ফোরামের পক্ষ থেকে ২০১৪ ও ২০১৫ সালের শিশু আইন লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন সংগঠনটির পরিচালক আব্দুস শহীদ মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমআইকে/টিআই