ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ গ্রুপের লোকজন একই পরিবারের ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন- মিয়াজ উদ্দিন (৫৫), আলম (৩০), সামছুল (২৫) ও আশ্রাফুল (২০)।

তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার পরশী এলাকায় এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরশী এলাকার জলিল মিয়া ও অলি মিয়ার সঙ্গে একই এলাকার মিয়াজ উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলছিল। দুপুরে মিয়াজ উদ্দিন ওই জমিতে লাউ গাছ লাগাতে গেলে জলিল ও অলি মিয়া বাধা দেন। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায় জলিল, অলি, রাশেদ, হাবিবুর, মাহবুব, স্বপন ও মেহেদীসহ ৮/১০ জন ধারালো অস্ত্র দিয়ে মিয়াজ উদ্দিনসহ চার জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।    

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।