জাতীয় সংসদ ভবন থেকে: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার (০৯ নভেম্বর) বিকেলে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্তের জন্য মহাপরিচালক স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে অতিরিক্ত মহা-পরিচালককে (পরিকল্পনা) আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
‘কমিটি কাফরুল থানা থেকে আলামত হিসেবে ৩৬ সেট প্রশ্নপত্রের সঙ্গে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষার মূল প্রশ্নপত্রের প্রতিটি প্রশ্ন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে। কিন্তু জব্দ করা ৩৬ সেটের সঙ্গে মূল প্রশ্নের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত অভিযোগগুলো পরীক্ষা-নিরীক্ষা করে প্রশ্নপত্র ফাঁসের প্রমাণও মেলেনি’।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএম/আইএ
** প্রতিটি বিভাগীয় শহরে শিশু হাসপাতাল