ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বকুলতলায় জাতীয় নবান্ন উৎসব ১৫ নভেম্বর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
বকুলতলায় জাতীয় নবান্ন উৎসব ১৫ নভেম্বর ফাইল ফটো

ঢাকা: আসছে পহেলা অগ্রহায়ণ ১৫ নভেম্বর রোববার প্রতিবছরের মতো এবারও উদযাপিত হবে জাতীয় নবান্ন উৎসব ১৪২২।

সোমবার (০৯ নভেম্বর) জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক শাহরিয়ার সালামের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয়, জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নবান্ন উৎসব অনুষ্ঠিত হবে।

দিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন শিক্ষাবিদ প্রফেসর ইমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী।

পহেলা অগ্রহায়ণ সকাল ৭টা থেকে দিনব্যাপী আয়োজনে থাকবে সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, আদিবাসী পরিবেশনা, ধামাইল, আলকাপ, নবান্ন কথন, শোভাযাত্রা, পিঠা-মুড়ি-মুড়কি ও ঢাক-ঢোলের বাদন।

উৎসব আয়োজনে সবার সহযোগিতা প্রত্যাশা করছে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।