জাতীয় সংসদ ভবন থেকে: প্রতিটি বিভাগীয় শহরে একটি করে শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম।
সোমবার (০৯ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে মো. শফিকুল ইসলাম শিমুলের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বিষয়টি জানান।
বিভাগীয় শহরে শিশু হাসপাতাল স্থাপনের পরিকল্পনার অংশ হিসেবে চট্টগ্রাম বিভাগে একটি শিশু হাসপাতাল নির্মাণ কার্যক্রম প্রায় শেষের পথে, ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
এসএম/আইএ।