নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় নদীতে ডুবে হাবিব আহমেদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পৌর শহরের সোহাগবাড়ী গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বারনই নদীতে এ দুর্ঘটনা ঘটে।
মৃত হাবিব উপজেলার সোহাগবাড়ী গ্রামের হাফিজুল প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় হাবিব। পরে, বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে হাবিবের মরদেহ উদ্ধার করা হয়।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল নদীতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
এমজেড