ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা শত্রুমুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন কর্মসূচি পালন করে।
সোমবার (০৯ নভেম্বর) সকালে উপজেলার কোদালিয়া শহীদনগর গণকবরে পুস্পস্তবক অর্পণ ও শহীদের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে দুপুরে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক সভাপতিত্ব করেন।
উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, পৌর মেয়র রায়হান উদ্দিন মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবুল হাসেম, সাবেক কমান্ডার লিয়াকত আলী লস্কর ফিরোজ, অর্থ কমান্ডার সিদ্দিকুর রহমান প্রমুখ।
এর আগে, জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করা হয়। পরে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে র্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে নগরকান্দাকে শত্রুমুক্ত করে বীর মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
ওএইচ/আইএ